আবেদ আলী: নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ও বাংলাদেশ জাতীয়াবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) সন্ধায় জলঢাকা বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপির কোনও বিকল্প নেই। দুর্দিনের নির্যাতিত নিপীড়িত বিএনপির আদর্শের সৈনিক ইউনুছ আলী এবং আমিনুররাই এই বাসষ্ট্যান্ডে নেতৃত্ব দিবে। এতে কোনো বাধা আসলে কঠোর হস্তে তা দমন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কাজী দিলদার রহমান।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক আমিনুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালি, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুছ আলী, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান ও শ্রমিক নেতা জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে নীলফামারী জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।