মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের হরিহরা গ্রামের বিজয় দাস (২৩) নামে এক যুবক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে গতকাল ২রা মে শুক্রবার সকালে বিজয় দাস তার ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন,এরপর বিকেলে সে ধরনিগঞ্জ হাটে এলে এলাকাবাসী তাকে আটক করে, বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিক্ষুব্ধ জনতা বিজয় দাসকে পুলিশের হাতে সোপর্দ করে।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই ডোমার থানায় মামলা নং-০২ তারিখ ২রা মে ২০২৫ইং দায়ের করা হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি নিয়ে ডোমার সদরসহ বিভিন্ন এলাকায় বিজয় দাসের বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিকেলে ধরনিগঞ্জ হাটে বর্নিত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। আজকে ৩রা মে শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে বর্নিত ব্যক্তিকে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে,বিজয় দাস উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের হরিহরা গ্রামের সুরেশ দাসের পুত্র।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.