• বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন |
Headline :
নীলফামারীতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম-দূর্নীতি আ.লীগের দোসর আরএমও শামসুদ্দোহার ডোমারে ইউএনও শায়লার যোগদান এবং নাজমুলের বিদায় সংবর্ধনা ধরনিগঞ্জে রাস্তায় খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল দিলীপের নীলফামারীতে সুপ্রীম সীডের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত চীনের উপহারের হাসপাতালের জন্য নীলফামারীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন যুগ্ম-সচিব উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নের্তৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ তারেক রহমানের খালাতো ভাইয়ের মুক্তির দাবিতে উত্তাল নীলফামারী জেলা বিএনপি জলঢাকায় ২১টি হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখ টাকা ছাড়াল নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

নীলফামারীতে বৃক্ষরোপন কর্মসূচি ও পৌর ফিটনেস সেন্টারের উদ্বোধন

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

নীলফামারীর জেলা শহরের বড়মাঠে সবুজায়নের জন্য ফলজ, বনজ, ঔষুধী ও বিভিন্ন জাতের বৃক্ষরোপন এবং পৌর ফিটনেস সেন্টারের উদ্বোধন হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা আদালতের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি ইসমাঈল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,“নীলফামারী হাইস্কুল মাঠটি এই জেলার প্রাণকেন্দ্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এখানে বিনোদনের জন্য আসে। এলাকাটিকে দৃষ্টিনন্দন করতে আজ বৃক্ষরোপণ করা হয়েছে। ফিটনেস সেন্টার স্থাপন করা হয়েছে যাতে মানুষ শরীরচর্চা করতে পারে। এখানে একটি আধুনিক জিম স্থাপনের পরিকল্পনাও রয়েছে। শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আমাদের এই প্রয়াস। সকলের সহযোগিতায় আমরা জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান,“এই মাঠে নানা বয়সী মানুষ প্রতিদিন সময় কাটাতে আসে। তাই তাদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আমরা মাঠটিকে সবুজায়ন করছি এবং ফিটনেস সেন্টার গড়ে তুলেছি। এটি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।”
#


More News Of This Category