আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান দি মুন মডেল কেজি স্কুলের অভিভাবক সমাবেশ, প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতি মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক আব্দুল মালেক।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা মজলিসে সুরা সদস্য ও নীলফামারী-৩ আসনের দোয়াপ্রার্থী মোঃ ওবায়দুল্লাহ সালাফি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি ছাদের হোসেন, জলঢাকা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হামিমুর রহমান হামিম ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাঃ শাহ আলম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের মৌলিক ও নৈতিক শিক্ষায় কেজি স্কুলগুলোর গুরুত্ব অপরিসীম। এসব শিক্ষা প্রতিষ্ঠানই আগামী প্রজন্মের ভিত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় বিদ্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মাজেদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায়, এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় উপস্থিতি ও সহায়তায়।
শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এমন উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সকলের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.