দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে এমন একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি পড়লে শয়তান থেকে সুরক্ষা পাওয়া যাবে।
আবু হুরায়রা (রা.) দয়ার নবী রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, ‘যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি দিনে একশত বার বলবে- এটা তার জন্য দশজন দাসমুক্তির অনুরূপ হবে। তার জন্য একশত সওয়াব লেখা হবে। সেদিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য শয়তান থেকে সুরক্ষা হবে। সে যে সওয়াব পাবে- আর কেউ তার চেয়ে উত্তম সওয়াব পাবে না; তবে হ্যাঁ, কেউ যদি তার চেয়ে বেশি আমল করে সে পাবে’। (বুখারি, হাদিস ৬০৪০)
দোয়াটি হলো-
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর’।
অর্থ: ‘এক আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তার কোনো শরিক নেই। রাজত্ব তারই। সমস্ত প্রশংসাও তার। তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান’।