নীলফামারীর ডোমারে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছামাদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ সহ এতে অংশ নেন ডোমার থানার পুলিশের সদস্যবৃন্দ।
মরহুমের জানাজা নামাজে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী,সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শমশের আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা জসিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) তহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমিন রহমানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধার, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল সহ সুধীজন জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
জানাযা নামাজ শেষে ডোমার কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
উল্লেখ্য যে, মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের নিজ বাড়ি চান্দিনা পাড়ায় বার্ধক্যজনিত ইন্তেকাল করেন তিনি।