• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন |
Headline :
ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্য ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ জলঢাকার ধর্মপালে স্থানীয়দের অসচেতনতায় রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের ভোগান্তি চরমে  সারাদেশে একসাথে জুমার নামাজ আদায়ের আহ্বান নীলফামারীর স্বনামধন্য অপ্সরা যন্ত্রাংশ ঘরে দুইজনকে নিয়োগ দেওয়া হবে

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গোমনাতীর যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ ঘোষণা

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার / ৬১ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

নীলফামারীর ডোমার উপজেলার ০৩নং গোমনাতী ইউনিয়নে অবস্থিত যমুনা ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার পাশাপাশি সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কর্মকান্ডের দায়ে যমুনা ডায়াগনস্টিক সেন্টারটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ থাকবে।

মঙ্গলবার (১২ই মার্চ)  উপজেলার ০৩নং গোমনাতী ইউনিয়নের আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে যমুনা ডায়াগনস্টিক সেন্টারটি সাময়িক বন্ধ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।

অভিযান পরিচালনায় অন্যান্নদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক(ইনচার্জ) আল-আমীন রহমান প্রমুখ।

উল্লেখ্য যে,অভিযান পরিচালনা কালিন সময় প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নিয়োগকৃত কোন মেডিকেল অফিসার, টেকনোলজিস্ট, নার্স ও অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিত না থাকাসহ সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কর্মকান্ডের অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ থাকবে বলে অবহিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।


More News Of This Category