• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’র শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার কমিটি গঠন সভাপতি সিহাব সম্পাদক প্রাণহরি ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিয়ত আসছে নতুন মাদক, বিস্তার রোধে কঠোর হোন

মাহাদী হাসান মানিক / ৯৭ Time View
Update : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

মাহাদী হাসান মানিক :

দেশে বহুল প্রচলিত মাদকের পাশাপাশি আসছে নতুন নতুন প্রাণঘাতী ড্রাগ। জানা যায়, ইয়াবার বিকল্প হিসাবে মাদকসেবীরা ‘ট্যাপেন্টাডল হাইড্রোক্লোরাইড’ নামের ভয়ংকর এক নতুন ট্যাবলেটের দিকে ঝুঁকছে। ব্যথানাশক এ ট্যাবলেট ইয়াবার চেয়ে কম দামে গ্রামগঞ্জে পাওয়া যায় বলে আসক্তদের পছন্দের মাদকে পরিণত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এটি ইয়াবার চেয়েও বহুগুণ ক্ষতিকর। এটি সেবনে মৃত্যুঝুঁকি তো আছেই, অন্যান্য মাদকের মতোই এই ট্যাবলেট সেবনে জৈবিক শক্তি হ্রাস পাওয়া, কিডনি বিকলসহ নানারকম জটিল উপসর্গ দেখা দেয়। দেশে আগে এ ট্যাবলেট কয়েকটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারজাত করলেও ২০২০ সালে সরকার এটিকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসাবে ঘোষণা করায় এর উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি এই ট্যাবলেট উৎপাদন করছে, যা সীমান্ত ফাঁকি দিয়ে দেশে আসছে।

দেশজুড়ে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়াবার বিরুদ্ধে মাঠে নেমেছে, তখন মাদকসেবীদের কাছে এর বিকল্প হিসাবে ট্যাপেন্টাডলের জনপ্রিয়তা বৃদ্ধি যে উদ্বেগজনক তা বলাই বাহুল্য। সহজে বহনযোগ্য, কম ঝুঁকি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য এখন পর্যন্ত এই ট্যাবলেট না চেনায় গত কয়েক মাস যাবৎ এর দ্রুত বিস্তার ঘটছে। যদিও কয়েক বছর ধরেই মাদক কারবারিরা একে গোপনে জনপ্রিয় করার চেষ্টা চালিয়ে আসছিল। পরিতাপের বিষয় হচ্ছে, সার্বিকভাবে দেশে মাদক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটলেও তা নির্মূলে কার্যকর কোনো উদ্যোগ নেই। বরং মাদক প্রতিরোধে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, বর্তমানে মাদকের ট্রানজিট রুটে পরিণত হয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক মাদকচক্র বাংলাদেশকে এখন ‘সেফ রুট’ হিসাবে ব্যবহার করছে। মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ দেখা গেলেও অধিকাংশ ক্ষেত্রেই গডফাদারসহ উচ্চপর্যায়ের মাদক কারবারিরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

দেখা যায়, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়াদের অধিকাংশই মাদকের বাহক। আবার এলাকায় যারা ক্ষুদ্র মাদক কারবারি হিসাবে পরিচিত, তারা মাঝেমধ্যে গ্রেপ্তার হলেও অল্পদিনেই ছাড়া পেয়ে ফের একই অপরাধে জড়িয়ে পড়ে।

দেশে মাদক বিস্তারের এটিও অন্যতম কারণ। কাজেই এ পরিস্থিতি মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে শুধু বাহক নয়, সমন্বিতভাবে গডফাদারদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ভুলে গেলে চলবে না, মাদকের বিস্তার রোধ করতে না পারলে সমাজে অপরাধপ্রবণতা বাড়বে। দেশে মাদকের বিস্তার রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


More News Of This Category