• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন |
Headline :
পিকআপ ভ্যানের ধাক্কায় দেবীগঞ্জে নিহত -১ আহত-২ জলঢাকায় গাজায় ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত

নতুন অর্থবছরে উদ্বোধন হবে ১০০ মডেল মসজিদ

ডেস্ক রির্পোট / ৫১ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

নতুন অর্থবছরে দেশে আরও ১০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। দেশের সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন খাতে ৩৭০ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ২৩২ কোটি টাকা— সব মিলিয়ে ২ হাজার ৬০২ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। এই মন্ত্রণালয়ে ২০২৩-২৪ অর্থবছরে ছিল পরিচালন খাতে ৩৩৩ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ১৭৬ কোটি টাকা— সব মিলিয়ে বাজেট ২ হাজার ৫০৯ কোটি টাকা। যা গত অর্থবছরের থেকে নতুন অর্থবছরে বেড়েছে ৯৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, সব ধর্মের অনুসারীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বজনীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। মুসলিমদের হজের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ই-হজ সিস্টেম চালু করা হয়েছে।

বাংলাদেশের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা রোড সার্ভিস’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারের রূপকল্প হচ্ছে ই-হজ ব্যবস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা।

১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চা এবং ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদানের জন্য বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং নতুন অর্থবছরে ১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে অসচ্ছল ইমাম, সেবাইত ও পুরোহিতসহ সব ধর্মীয় ব্যক্তিত্বকে আর্থিকভাবে স্বাবলম্বী করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, দুস্থ ব্যক্তি, মন্দির, শ্মশান, প্যাগোডা, গির্জা ও উপাসনালয়ের উন্নয়নে অনুদান প্রদান এবং অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত আছে।


More News Of This Category