• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন |

প্রেসক্লাব জলঢাকার নির্বাচনকালীন অস্থায়ী পরিষদ গঠন ক্ষমতা হস্তান্তর

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান স্টাফ রির্পোটার : / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান স্টাফ রির্পোটার :

নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাবের নির্বাচনকালীন অস্থায়ী পরিষদ গঠন।
মঙ্গলবার রাতে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জলঢাকা প্রেস ক্লাবের নির্বাচন কালীন অস্থায়ী পরিষদ গঠন ও ক্ষমতা হস্তান্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ক্লাবের আহবায়ক মাহবুবুর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার।

বক্তব্য রাখেন জলঢাকা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আজিজুল ইসলাম, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, অনির্বান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, প্রেস ক্লাবের সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স,সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু, আবেদ আলী, সফিকুল ইসলাম সফি,মর্তুজা ইসলাম, হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, সফিকুল ইসলাম চিনু,মনিরুজ্জামান লেবু, সানোয়ার হোসেন বাদশা, মাইদুল হাসান,মাহাদী হাসান মানিক, জাহিনুর ইসলাম জীবন, এন আই মানিক, রনজিৎ কুমার রায়, শাহিনুর হক বাবু ও মেহেদী হাসান প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে জলঢাকা প্রেস ক্লাবের নির্বাচনকালীন অস্থায়ী পরিষদ গঠন ও ক্ষমতা হস্তান্তর করা হয়।

গঠিত প্রেস ক্লাবের নির্বাচনকালীন অস্থায়ী পরিষদের কমিটিতে অধ্যাপক আজিজুল ইসলাম কে আহবায়ক, ও প্রধান শিক্ষক আমিনুর রহমান, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, অনির্বান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী,কে যুগ্ন আহবায়ক,ও, সাংবাদিক শাহিনুর হক বাবু ও মেহেদী হাসানকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে প্রেস ক্লাবের গঠনতন্ত্র সহ অন্যান্য নির্বাচন কালীন কাগজপত্র অস্থায়ী পরিষদের হাতে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category