নীলফামারীতে সকল ধরণের বিশৃঙ্খলা প্রতিহত এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে নীলফামারী জেলা বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম। সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধারণ মানুষের সম্পদ এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তারা।
সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, ‘ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম হাসিনার পতনের পর কিছু স্থানে আমরা বিশৃঙ্খলার সংবাদ পাই। আওয়ামী লীগের ক্যাডারবাহিনী কর্তৃক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর উপর অপবাদ চাপিয়ে দেয়ার অপচেষ্টার চালানো হচ্ছে। সেই অপচেষ্টা রুখে দিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ও তাদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা বিএনপি’র নেতা-কর্মীরা মাঠে নেমেছে।’
সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন,’জেলার সকল নাগরিকের জীবন ও সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা বিএনপি। ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান যাতে কোনভাবেই নূন্যতম বিতর্কিত না হয় সেজন্য মাঠে অবস্থান করছে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীরা। আমি বাকিদের উদ্দেশ্যেও বলতে চাই যারা সংখ্যালঘু রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। বাংলাদেশটা আমাদের সবার। এ দেশ আমাদেরই গড়তে হবে।’