ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পুনরায় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন শ্রেষ্ঠ সরকার,
আসওয়াত ইভান, মেহেদি হাসান আশিক, মোর্সেদ আমান, রিশাদুজ্জামান অন্তিক, রতন সরকার রত্ন, অম্লান ইসলাম ও নুসরাত জাহান নদী সহ আরও অনেকে।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন,বারবার ভারতের এমন আগ্রাসন আমরা নিতে পারি না। ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে আমরাও তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে দিবোনা। ছাত্র জনতার এই সরকার অবিলম্বে দেশের মানুষের ন্যায্য পানির অধিকার আদায় করবে বলে আমরা বিশ্বাস করি৷