• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন |

নীলফামারীতে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

শাহীন আহমেদ, নীলফামারী(সদর প্রতিনিধি)ঃ / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
Exif_JPEG_420

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব জর্জের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ভবানীগঞ্জ বাজারের বকুলতলা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ, আব্দুর রাকিব, মো. কফিল উদ্দিন, মোফাজ্জল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিনা ভোটেই চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুব জর্জ। এরপর থেকে ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতে লিপ্ত হয় চেয়ারম্যান। আওয়ামী সরকারের পতনের পর ছাত্র-জনতা পরিষদে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকে ইউনিয়ন পরিষদে আসা বন্ধ করে দেয় চেয়ারম্যান মাহবুব জর্জ।
গত ৮ সেপ্টেম্বর গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির কিছু নেতা ১০লাখ টাকার বিনিময়ে দুর্নীতিবাজ চেয়ারম্যান মাহবুব জর্জকে পরিষদে ঢুকতে সহায়তা করে। আমরা অবিলম্বে দুর্নীতিবাজ চেয়ারম্যানের বহিষ্কারের দাবি  এবং বিএনপি জেলা নেতাদের আহ্বান জানাই ওই নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার‌ জন্য।’
এ বিষয়ে গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান মাহবুব জর্জ বলেন,’আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তার কোনো প্রমান কেউ দিতে পারবে না। কিছু ভুল বোঝাবুঝির জন্য ছাত্র-জনতা আমার   কক্ষে তালা দিয়েছিল আবার তারাই এলাকার উন্নয়নে আমাকে ফুল দিয়ে বরণ করে চেয়ারে বসিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category