. .
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন |
Headline :
ডোমার উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নে ওয়ার্ড যুবদল নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ব্র্যাকের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নীলফামারীতে মাদ্রাসার মোহতামিমকে জোর করে পদত্যাগের প্রতিবাদে স্বারকলিপি প্রদান জলঢাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জলঢাকায় ভোকেশনাল শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  নীলফামারীতে বাংলাদেশ প্রেসক্লাব দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত  ডোমারে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি অনুমোদন ডোমারে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সভা অনুষ্ঠিত সৈয়দপুরে শহীদ সাজ্জাদের বাসায় বেবী নাজনীন

রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ  প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিবিদ্যালয়েরক্ষোভ

নাসির উদ্দিন শাহ মিলন, বার্তা সম্পাদক / ৭৫৯ Time View
Update : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

নীলফামারী সদর উপজেলার  রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২২ সেপ্টেম্বর) বিক্ষোভ করার সময় বহিরাগত লোকজন নিয়ে এসে শিক্ষার্থীদের হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমরা বিক্ষোভ করার পর কিছু বহিরাগত লোক এসে আমরা যাতে আর কোনো আন্দোলন না করি সে বিষয়ে হুমকি দেয়। ওই সময় কোনো শিক্ষক ছিল না তারা নামাজে ছিল। আর আমাদের সিনিয়র ভাইরা ইউএনও কে অভিযোগ দিতে গেছে। সেই সুযোগে বহিরাগতরা এসে হুমকি দেয়। ওই সময় ইয়াসমিন সুলতানা ম্যাডাম থাকলেও কোনো প্রতিবাদ করেন নি। আমরা নিরাপত্তাহীনতায় ছিলাম।’

ওই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল হককে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়,
বিগত ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও বিদায়ী প্রধান শিক্ষকের কার সাজিতে সম্পূর্ণ গোপন বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল বন্ধ কালীন সময়ে আওয়ামীলীগ নেত্রী ইয়াসমিন সুলতানাকে জ্যোষ্ঠতা‌ লঙ্ঘন করে মোটা টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষকের পদে নিয়োগ প্রদান করেন। প্রধান শিক্ষক অবসরে গেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। এনিয়ে বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ায় আশংকা রয়েছে। বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে সহকারী প্রধানের নিয়োগের বিষয়টি তদন্ত করে তাকে অপসারণ ও দ্রুততম সময় প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ এবং একজন জ্যোষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করে বিদ্যালয়ের কার্যক্রমে পরিচালনার জোর দাবী জানানো হয়।

এ বিষয়ে রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা বলেন,’যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। আমি প্রতিষ্ঠানে থাকা অবস্থায় প্রতিষ্ঠানের ভিতরে এসে বহিরাগত কেউ কোনো ধরনের হুমকি দেয় নি। আর নিয়োগ পরীক্ষা সবার‌ সম্মুখে হয়েছে। আমি পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছি‌।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category