নীলফামারীর কিশোরগঞ্জে নিজের জমিতে আলু রোপন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সাত জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার নিতাই ইউনিয়নের মুশরত পানিয়ালপুকুর বানিয়াপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার আব্দুল মোন্নাফ, মোনায়েম ইসলাম, মোস্তফা ইসলাম, ফয়জুল ইসলাম, জামিল ইসলাম, রশিদুল ও তার স্ত্রী মহাছেনা বেগম আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ উঠেছে ওই এলাকার শেখ, মঞ্জুল , জিয়ারুল ইসলাম, আমিনুর রহমান, খতু ইসলাম, ফিরিজুল ইসলাম, জাদু ইসলাম সহ আরও বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আহতদের আলু রোপনে করতে না পারে সেজন্য তাদের উপর হামলা চালায়।
ভুক্তভোগী আব্দুল মোন্নাফ অভিযোগ করে বলেন,‘গত ৫৪ বছর ধরে আমাদের জমিতে চাষাবাদ করছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা সকাল সাড়ে ৮টায় ওই জমিতে আলু চাষের জন্য জমি প্রস্তুত করতে যাই। কিন্তু তারা (অভিযুক্তরা) আমাদের জমি থেকে চলে যেতে বলে। আমরা চলে না গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। তাদের হামলায় আমি সহ ৭জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।’
এ বিষয়ে অভিযুক্ত মঞ্জুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,‘তারা আমাদের জমিতে চাষ করতে আসলে আমরা বাধা দেই।’
জানতে চাইলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল বলেন,‘ঘটনার বিষয়ে আমি এখনও কোনো অভিযোগ পাই নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’