ads
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন |
Headline :
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বুলবুলের দাফন সম্পন্ন চিলাহাটিতে বালিশ চাপা দিয়ে বিউটি আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের  ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন নীলফামারীতে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষিকার তারেক রহমান – বাংলাদেশের নতুন সূর্য নীলফামারীতে ২৯ জন আইন কর্মকর্তা নিয়োগ জলঢাকায় সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবীশদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর রিনো চিলাহাটিতে পিতা হত্যা মামলায় র‍্যাবের হাতে ছেলে সিদ্দিক গ্রেফতার

৯ম ও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডোমারে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতি ও সহকারী শিক্ষকের ১০ গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা।

বুধবার ২ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন এবং সমন্বয় পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দরা স্বতঃস্ফূর্ত ভাবে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন পরিষদের সমন্বয়ক আমিনুল হক বাবু, এনামুল হক চৌধুরী মানিক, করিমুল ইসলাম মৃনাল, নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, খুরশিদ আলম, মায়েদুল হক বসুনিয়া (তুর্য), জাহাঙ্গীর আলম, সাফিউল ইসলাম, আরিফুজ্জামান, রেজওয়ানুল হক (উৎপল) প্রমুখ।

আলোচনা শেষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দরা ৯ম ও ১০ম গ্রেড বাস্তবায়নসহ বেতন কাঠামো নির্ধারণের দাবির যৌক্তিকতা সম্বলিত স্মারকলিপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ হাতে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category