• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন |
Headline :
দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় নি: মহাপরিচালক নাজমুল হোসেন ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাবের প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন জলঢাকায় ইসরাঈলী হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত জলঢাকায় আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চিলাহাটিতে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি ৮ম কাব ক্যাম্পুরী ডোমারে সফলভাবে বাস্তবায়নের লক্ষে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর জোড়াবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ডোমারের চিলাহাটিতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১৬২ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৩ অক্টোবর বিকেলে চিলাহাটি ফাজিল মাদ্রাসা মাঠে ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, রেয়াজুল ইসলাম কালু।

উক্ত জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।

জনসমাবেশে অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, মাসুদ বিন আমিন সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম। ভোগডাবুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন যুবদল সভাপতি আবু ওয়াজেদ জার্মান, ভোগডাবুড়ী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার সুমন, ভোগডাবুড়ী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ভোগডাবুরী ইউনিয়ন ছাত্রদল রাকিব হোসেন, স্থানীয় মজলুম যুবনেতা রফিকুল ইসলাম বাবুসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা আখতারুজ্জামান সুমন বলেন “আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের কোন প্রকার সূযোগ দেয়া হবেনা। কারণ ১৬ বছর নির্যাতন করেছে এই আওয়ামী লীগ। সুযোগ সন্ধানীরা বিভিন্ন ছল চাতুরী করে আমাদের দলে আশ্রয় নিতে চাইবে এদের আশ্রয় দেয়া মানে আমাদের দলীয় ভাইদের সাথে বেইমানি করা।

প্রধান অতিথি রেয়াজুল ইসলাম কালু বলেন আওয়ামী লীগ কর্মীরা লজ্জায় পড়ে গেছে তাদের পলাতক নেত্রীর জন্য। কারণ তাদের নেত্রী দিল্লিতে মোরগ পোলাও খেয়ে ফূর্তি করছে কিন্তু নেতা-কর্মীদের কথা একবারও ভাবছেনা।আসল নেত্রী তো বেগম জিয়া, যিনি বলেছিলেন আমার একটাই দেশ একটাই পরিচয়। এ দেশ থেকে কোথায় যাবো।

সমাবেশের একপর্যায়ে নিউইয়র্কে অবস্থানরত ১৬ বছর থেকে নির্বাসিত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন) উপস্থিত নেতাকর্মীদের সাথে অডিও কলের মাধ্যমে কথা বলেন । এসময় তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন, পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করারও কথা বলেন। পরিশেষে দলীয় নেতা-কর্মীদের সকলকেই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান।


More News Of This Category