নীলফামারী জলঢাকায় এক পরিবারের চারটি গরু বসতবাড়ী ও যাবতীয় মালামাল আগুনে পুড়ে সর্বস্ব ছাই হয়ে গেছে। এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারটি। ঘটনাটি উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী এলাকার নুর ইসলামের বাড়িতে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রিফাত আল মামুন জানায় বুধবার ভোর পাচটায় খবর পেয়ে ঘটনা স্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় ৬ টি কাচা ঘর, ৪টি গরু, ছাগল, হাস, মুরগি ১টি ফ্রিজ সহ যাবতীয় আসবাবপত্র ভষ্নিভূত হয়।
কি কারনে আগুন লেগেছে তা জানাযায়নি। তবে এ ব্যাপার তদন্ত চলছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ্ টাকারও বেশি। নুর ইসলাম জানান ঘুম থেকে উঠেই দেখি আগুন আর আগুন। মুহুর্তের মধ্যে আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেল।