• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৮ অপরাহ্ন |
Headline :
পিকআপ ভ্যানের ধাক্কায় দেবীগঞ্জে নিহত -১ আহত-২ জলঢাকায় গাজায় ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত

সাধারণ জনগণের ভালোবাসায় থাকতে হবে: সাবেক সংসদ তুহিন

নাসির উদ্দিন শাহ মিলন, বার্তা সম্পাদক / ১৭৯ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমারে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে ডোমার উপজেলা বিএনপির উদ্যোগে বাটার মোড়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

এতে ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল হক বাবু, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘আমরা এখনো বিরোধী দলে আছি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে। জনমানুষের দোয়া ও ভালোবাসায় বিএনপির ভালো সময় যাচ্ছে। এজন্য সকল নেতা-কর্মীকে সংযত হতে হবে। সাধারণ জনগণের ভালোবাসায় থাকতে হবে। সবার সাথে ভালো আচরণ করতে হবে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমন উদ্যত ব্যবহার করা যাবে না। এমন কিছু করবেন না যাতে জনগণ কষ্ট পেয়ে আমাদের থেকে মুখ ফিরিয়ে না নেয়।’

জনসমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, যুবদলের আহবায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, তাতী দলের আহবায়ক নুরননবী নয়ন প্রমুখ।

এর আগে জনসমাবেশে দুপুর ৩টা থেকে ইউনিয়ন এবং পৌর শহরের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি,ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, শ্রমিক দল সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বলা যায়, বাটার মোড় থেকে রেলগেট মোড় পর্যন্ত পুরো সড়ক সহ আশেপাশের বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের অংশ গ্রহণে জনসমাবেশটি জনসমুদ্রে পরিপূর্ণ হয়ে উঠে।


More News Of This Category