• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন |

জলঢাকায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ সমন্বয় সভা অনুষ্ঠিত 

রাশেদুজ্জামান সুমন / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

নীলফামারীর জলঢাকায় ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্হপতিবার  উপজেলা স্বাস্থ্য ভবন হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন আগামী ২৪ শে অক্টোবর থেকে ২৩ শে নভেম্বর পযর্ন্ত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা দেওয়া হবে। এই টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সুমী বেগম, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল,  উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন,  প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন, ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার হেফাজুল ইসলাম প্রমুখ।

সভায় মেডিকেল অফিসার ডাঃ মাহাদী হাসান জানান, জরায়ু ক্যানসারে আক্রান্তের হার বিশ্বে চতুর্থ সর্বোচ্চ এবং দেশে দ্বিতীয় সর্বোচ্চ। জরায়ু ক্যান্সার বিশ্বে প্রায় সাড়ে ৩ লাখ নারী মারা যান যার মধ্যে ৯০ ভাগই ঘটে উন্নয়নশীল দেশে। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৫৮২ জন নারী বছরে মারা যান। অথচ এটি একটি প্রতিরোধযোগ্য ক্যানসার। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে। এজন্য স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের নিবন্ধন কার্যক্রম ২৪ অক্টোবর পর্যন্ত করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category