• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন |
Headline :
সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পিকআপ ভ্যানের ধাক্কায় দেবীগঞ্জে নিহত -১ আহত-২ জলঢাকায় গাজায় ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

আওয়ামী সরকারের অপকর্মকারীদের গ্রেফতারের দাবীতে জলঢাকায় শ্রমিকদলের মতবিনিময় সভা

মাইদুল হাসান,  বিশেষ প্রতিবেদক: / ৮১ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

মাইদুল হাসান,  বিশেষ প্রতিবেদক: বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের গুম, খুন, গণহত্যা, দূর্নীতি, চাঁদাবাজ ও সকল অপকর্মকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিশাল মতবিনিময় সভা করেছে জলঢাকা উপজেলা ও পৌর শ্রমিকদল। জলঢাকা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্দ্যোগে ২১শে অক্টোবর সোমবার বিকালে পৌর শহরের বাস স্ট্যান্ড চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেলা শ্রমিকদল সভাপতি নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকার। প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব ইউনূস আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম ( বাঙ্গালি ), সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম ( সেবু চৌধুরী ), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.টি.এম আউয়াল বিএসসি, উপজেলা শ্রমিক দল আহবায়ক আমিনুর রহমান, জলঢাকা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক তবিউল ইসলাম জুয়েল, পৌর শ্রমিক দল সদস্য সচিব এরশাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি’র বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে যে সকল দূস্কৃর্তীকারী ও অপকর্মকারীদের গ্রেফতার করে বিচারের মুখামুখি করার আহবান জানান অন্তবর্তীকালীন সরকার উপদেষ্টাদের নিকট। সেই সঙ্গে দেশের বর্তমান সংকটাপন্ন সময়ে দ্রব্য মুল্যের উর্ধ্বগতির লাগামহীন বিরাজমান সমস্যাকে সমাধানের ব্যবস্থা করার জোর দাবী জনান তিনি।

অন্যদিকে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দোসররা এখনো আমলা হয়ে অনেক দফতরে বহালতবিয়তে রয়েছে। এদেরকে সরিয়ে আগামীর সোনার বাংলাদেশ পূর্ণগঠনে মোক্ষম ভূমিকা রাখবে অন্তবর্তীকালীন সরকার এমনটিই দাবি জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।


More News Of This Category