• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন |
Headline :
সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পিকআপ ভ্যানের ধাক্কায় দেবীগঞ্জে নিহত -১ আহত-২ জলঢাকায় গাজায় ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

জলঢাকা মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইসলামি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাইদুল হাসান,  বিশেষ প্রতিবেদক: / ৬৬ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক: জলঢাকায় মধ্য কাজীরহাট বালিকা হাফিজিযা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে ২২শে অক্টোবর মঙ্গলবার দুপুরে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এবং ঢাকার ( ইডিউরেস ) সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও জনাব আব্দুল আজিজ এর সার্বিক সহযোগিতায় এবং অত্র বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আনোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষামূলক প্রতিযোগিতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসার সভাপতি ও অত্র মাদ্রাসার ( অবঃ ) উপাধ্যক্ষ সুলতান মাহমুদ।

এ শিক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবির লেলিন।

এ সময় অত্র মাদ্রাসার শিক্ষক / শিক্ষিকা, মাদ্রাসায় অধ্যায়নরত্ব শিক্ষার্থী ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষামূলক আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান বলেন, অত্যান্ত মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশে নারী শিক্ষা উন্নয়নে মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। উপজেলা সমাজসেবা অফিস থেকে যদি কোন কিছু করার সুযোগ সৃষ্টি হয় তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো।

প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ জায়ামাত ইসলামি জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর আলহাজ্ব কামারুজ্জামান বলেন, নারী শিক্ষার মানোন্নয়নে সমাজ সেবক ডাক্তার আনোয়ার যে প্রতিস্ঠান প্রতিষ্ঠিত করে অবহেলিত নিষ্পেষিত ও দারিদ্র্য শ্রেণীর অসহায় অনাথ নারী শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় নিয়ে যে শিক্ষা ব্যবস্থা চলমান রেখেছে তা সমাজ পরিবর্তনের এক মহত্তর উদ্যোগ। আমি এ মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করছি।


More News Of This Category