হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার কে হত্যা এবং নিরীহ ফিলিস্তিনি ও লেবানন বাসীর উপর ইসরাইলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) নীলফামারী হিলফুল ফুযুল সংগঠনের উদ্যোগে জুম্মার নামাজ শেষে একটি বিক্ষোভ জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে মুসল্লীরা।
সমাবেশে বক্তব্য রাখেন বাজার মসজিদের পেস ইমাম মুক্তি হাবিবুল্লাহ, বড় মসজিদের পেশ ইমাম খন্দকার আশরাফুল হক নূরী, কলেজ স্টেশনের প্রেস ইমাম আব্দুল হান্নান প্রমুখ।
হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার কে হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,আজকে ফিলিস্তিনে যখন নারীরা বিধবা হচ্ছেন, শিশুরা মরছে, মানুষ মরছেন। মানবাধিকার সংগঠনগুলো কোথায়? কি তাদের ভুমিকা। আইএস ইহুদীদের দল এদের থেকে ধর্মপ্রাণ মুসলমান এবং যুব সমাজদের সতর্ক থাকতে হবে।