শাহজাহান সিরাজ
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
দ্রব্যের দর যাচাইয়ে বাজারে যান উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। এ সময় ক্রেতাদের কাছে বাজার দরের চেয়ে বেশি মূল্য নেয়ায় বাবু নামে এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রধান বাজারে দ্রব্যের বাজার দর যাচাইয়ে যান উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। তিনি বাজারে ঘুরে ঘুরে দোকানদার ও ক্রেতাদের কাছে বাজার দর যাচাই করেন। এ সময় তিনি বাজার দর অনুযায়ী মূল্য নেয়ার জন্য সকল ব্যবসায়ীদের আহ্বান জানান। বাজার দর যাচাই করার সময় বাবু নামে এক ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে মূল্য বেশি নেয়ায় এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যবসায়ীর এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খাঁন এলিস।
সহকারী কমিশনার (ভূমি) মঈন খাঁন এলিস জানান- দ্রব্যের মূল্য বেশি নেয়ায় এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- দ্রব্যের বাজার দর যাচাইয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। মনিটরিং অব্যাহত থাকবে বলেও তিনি জানান।