• বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন |

উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১৬১ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে স্কাউট ভবনের নকশা প্রণয়ন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ নির্ধারণ ও ডে ক্যাম্প আয়োজন সহ বিভিন্ন বিষয় নিয়ে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির অস্থায়ী স্কাউট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটসের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপজেলা স্কাউট কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহ-কমিশনার জাবেদুল ইসলাম সানবীম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন, গ্রুপ সভাপতি আমিনুল হক বাবু প্রমুখ। উপজেলা স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ, নতুন স্কাউট ভবনের নকশা ও পরিকল্পনা অনুমোদন, ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ও তারিখ নির্ধারণ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত স্কাউট ভবন হস্তান্তরের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, নতুন পরিপত্র অনুযায়ী স্কাউট ফি বিষয়ক আলোচনা, ডে ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত, বার্ষিক বনভোজন ও বিবিধ আলোচনা করা হয়।
এসময় উপজেলা স্কাউটসের অন্যান্ন নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category