• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন |
Headline :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের দেশে আগমনে উচ্ছ্বসিত নীলফামারীবাসী জলঢাকায় জামায়াতের জনসভায় দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই জানালেন – ডা.শফিকুর রহমান নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি প্রদান নবগঠিত নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা আওয়ামিলীগ সরকার দেশকে সোনার বাংলা করতে গিয়ে শ্মশান বাংলায় পরিনত করেছে : ডা. শফিকুর রহমান চীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না জনগন: ডা. শফিকুর রহমান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জলঢাকায় একটি সরকারি বিদ‍্যালয়ে শিক্ষকরা আসেন নিজের ইচ্ছে মত

রাশেদুজ্জামান সুমন / ৮৯ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

রাশেদুজ্জামান সুমন

নীলফামারী জলঢাকায় একটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষকরা নিয়মনীতি না মেনে নিজের ইচ্ছে মত আসা যাওয়া করে। এতে করে পাঠদান ব‍্যহত সহ ছাত্রছাত্রীরা স্কুল বিমুখ হচ্ছে। এ চিত্রটি  উপজেলার শৌলমারি ইউনিয়নের সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে। সোমবার সকাল ৯ টায় সরেজমিনে গিয়ে লক্ষ্য করা গেছে, প্রধান শিক্ষক অধীর চন্দ্র আসেন ৯.৩০ মিনিটে, সঙ্গে আসেন সহকারী শিক্ষক হীমা রানী। এরপর ৯.৫৫ মিনিটে আসেন সহকারী শিক্ষক অনুকূল চন্দ্র রায়। সবার শেষে ১০.৫ মিনিটে আসেন প্রতিমা রানী রায়। একজন আছেন ছুটিতে। তারা প্রতিদিন এভাবেই আসে এবং ছুটির সময় শেষ না হতেই চলে যায় বলে জানিয়েছেন এলাকা বাসি ও অভিভাবক বৃন্দ। নাম  প্রকাশ করার শর্তে একাধিক এলাকাবাসী জানান প্রধান শিক্ষক অধীর চন্দ্র স্হানীয় হওয়ায় নিজের সেচ্ছাচারিতায় স্কুল চালায়। সময় মত শিক্ষকরা উপস্থিত না হওয়ায় ক্লাস ঠিকমত হয় না। ছাত্রছাত্রীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের অন্য শিক্ষা প্রতিষ্টানে ভর্তি করা হচ্ছে। দিন দিন ঝড়ে পড়ছে শিক্ষার্থীরা। সব শিক্ষকদের এখান থেকে বদলী না করলে লেখাপড়া ঠিক ভাবে হবে না ক্ষোভ প্রকাশ করেন। সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে কাগজে কলমে ১৮০ জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে তার ভিন্ন রুপ। অথচ এখানে শিক্ষক পাঁচজন। দেরিতে স্কুল আসার বিষয়টি  সাংবাদিকরা প্রধান শিক্ষক অধীর চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান। এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন সরকারি বিধিমোতাবেক স্কুল সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত পাঠদান চলবে। এর মধ্যে কেউ যদি নিয়ম মাফিক না চলে তাহলে তিনি অন‍্যায় করবে। সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষকরা দেরিতে এসে অন‍্যায় করেছে তাই তাদের শোকজ করেছি। বিষয়টি আরও ভালো করে তদন্ত করে ব‍্যাবস্হা গ্রহণ করা হবে।


More News Of This Category