বান্দরবানের পাহাড়ি এলাকায় গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) আক্রমণে ৭ সেনাসদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে কেএনএ এর ১৭৯ সদস্যকে গ্রেপ্তার করেছে এবং ৬০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। গত ১৩ নভেম্বর থেকে চলমান অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
কর্পোরাল ইন্তেখাব হায়দার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে যেসব চক্রান্ত হচ্ছে, সেগুলো রুখতে জনগণকে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদেরও আন্দোলনের বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।