নীলফামারীতে মনোরম পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশ প্রেসক্লাব এর দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) দুপরে নীলফামারী জেলা কার্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
প্রধান বক্তা মাহফুজ আলম প্রিন্স,
বিশেষ অতিথি এনামুল হক স্বাধীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা ,
সাধারণ সম্পাদক নুর আলম,
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী শাখার আহবায়ক
আব্দুল বারী। সদস্য সচিব হামিদার রহমান এর সঞ্চলনায় অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের ৬টি উপজেলা কমিটির সাংবাদিক বৃন্দ ছাড়াও স্থানীয় গুণীজনরা উপস্থিত ছিলেন।
সম্মেলন অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে দেশের চতুর্থ তম স্তম্ভ।
সাংবাদিকদের কাজ হলো দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।