শাহজাহান সিরাজ, কিশোরগন্জ,(নীলফামারী)
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে,বেকার যুবক যুবতীদের নিয়ে কর্মদক্ষতা তৈরী করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ব্র্যাকের উদ্যোগে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক অবহিত করণ সভার আয়োজন করে ব্র্যাক। উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন পেশার ৫০ জন মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তুলে তাদেরকে উদ্যোক্তা করতে অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে ব্র্যাক। ৩ মাসে ১১ টি বিষয়ের উপর প্রতি সপ্তাহে একদিন করে ক্লাশ করবে ২৫ জন উদ্যোক্তা। একটি ব্যাচে ২৫ জন করে উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহন করবেন। মোট ২ টি ব্যাচে ৫০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মঠ করে গড়ে তোলা হবে। এ সভায় সাংবাদিক,ব্যবসায়ী,শিক্ষক ও বি়ভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি টিকটক পিইটি অনুষ্ঠানের অর্থায়ন করেন। কিশোরগঞ্জ উপজেলা ব্র্যাকের এসোসিয়েট অফিসার বিথীকা রানীর সঞ্চালনায় অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিচ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আখতারুল ইসলাম,সাংবাদিক কে এম শাকীর ও ব্যবসায়ী নেতা রেজাউল করিম রেজা। প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জেলা ব্যবস্থাপক আরিফুর রহমান।