• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন |
Headline :
দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় নি: মহাপরিচালক নাজমুল হোসেন ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাবের প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন জলঢাকায় ইসরাঈলী হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত জলঢাকায় আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চিলাহাটিতে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি ৮ম কাব ক্যাম্পুরী ডোমারে সফলভাবে বাস্তবায়নের লক্ষে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর জোড়াবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ডোমার পৌর এলাকায় সড়ক দখলদ্বারিত্বের কারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১৪৩ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার পৌর এলাকায় চলছে সড়ক দখলের মহা উৎসব। সেই সাথে চলছে ড্রেন দখল, নির্বিকার প্রশাসন। একারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা।

মঙ্গলবার ১০ ডিসেম্বর সরেজমিনে সড়কে দেখা গেছে, ডিবি সড়কের ড্রেনগুলোতে দখল দ্বারিত্বের রাজত্ব। এবিষয়ে শহীদস্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার এক ব্যবসায়ী শাহানুর আলম বলেন, ঢাকার কোচগুলি সাধারণত রাত আটটায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। কিন্তু কিছু গাড়ি বিকাল চারটা থেকে এখানে দাড়িয়ে থাকে।

বাইপাস সড়ক থাকলেও পাথর বোঝাই ১০/১৮ চাকার ট্রাকগুলি শহরের মধ্যে দিয়ে স্পীডে যায়। এ সময় অন্য ছোট পরিবহনের জন্য সড়কটি বিপদজনক হয়ে উঠে। এর মধ্যে কোচ কাউন্টার গুলিও বিভিন্ন ব্যবসায়ীরা সাইনবোর্ড সড়কের উপর রাখায় সড়কগুলি আরও সংকীর্ণ হয়ে উঠে। এতে জ্যাম যেমন সৃষ্টি হয়, তেমনি অহরহ দুর্ঘটনা ঘটে। যেমন গতকাল সোমবার একটি তাজা প্রান ঝরে গেল।
ডোমার দুর্নীতি প্রতিরোধ কমিটির সা: সম্পাদক ও সুজনের সা: সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব জানান,সড়কের উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।ড্রেনগুলি প্রায় সব দখল হয়ে গেছে। ডোমার -চিলাহাটি সড়কে ড্রেনগুলি দখল হয়ে সড়ক চিকন হয়ে গেছে। বিদ্যুৎ এবং টিএনটির খুটিগুলো বেশি সমস্যা সৃষ্টি করছে। জনপ্রতিনিধিরা ভোটের রাজনীতি করায় তারা ভোট হারানোর ভয়ে তারা উচ্ছেদ অভিযানে আগ্রহী হয় না।

ডোমার পৌরসভার প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী জানান, আজ (মংগলবার) থেকেই বাইপাস সড়ক দিয়ে ট্রাকগুলি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বনিক সমিতি ও পরিবহন সমিতির নেতাবৃন্দদের সাথে বৈঠক শেষে অতিদ্রুত সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category