আবেদ আলীঃ“কবিতা সত্য ও সুন্দরের কথা বলে, উচ্চারণ হোক শুদ্ধ, সুন্দর ও সাবলীল” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীে জলঢাকায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুকণ্ঠ আবৃতি পরিষদের উদ্যোগে উন্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিচারক মন্ডলীগণ। এসময় সুকণ্ঠ আবৃতি পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল হক, অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা অধ্যক্ষ আব্দুস সালাম ও প্রশিক্ষক ওবায়দুল্লাহ মুছাব্বিহান সহ অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।