• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন |

নীলফামারীতে মহাসড়ক প্রশস্তকরণ কাজে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

নাসির উদ্দিন শাহ মিলন,বার্তা সম্পাদক / ২৫২ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

নীলফামারীর কালিতলা থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে ক্ষতিগ্রস্থদের মাঝে ১ কোটি ৯৬লাখ ৭৬হাজার ৮৫৪টাকার এল.এ চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ ৭জনকে এসব চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ সরকার, রেদওয়ান ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়কটি প্রশস্তকরণ জরুরী হয়ে উঠেছে। কাজটি সম্পন্ন হলে জনসাধারনের চলাচলের সুবিধা হবে। ড্রেনেজ ও চলাচলের জন্য ফুটপাত তৈরি হবে। যার সুফল সকলে ভোগ করবে। তাই কাজটি দ্রæত শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেউ কোনো প্রকারের টাকা দাবি করলে সরাসরি তাকে জানানো অনুরোধ করেন তিনি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, আইনজীবী আনিছুর রহমান আজাদ, মামনুর রশিদ পাটোয়ারী, সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি রেদওয়ান, সাইদুজ্জামান বাবু, আসিক, মোরশেদ আমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এল,এ) কাশপিয়া তাসরিন জানান,‘আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও মজবুতকরণ প্রকল্পের আওতায় কালিতলা থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত প্রশস্তকরণ কাজে প্রায় ৫৬১ জন ক্ষতিগ্রস্থ রয়েছে। এর মধ্যে আজকে প্রথম পর্যায়ে ৭ জনের মধ্যে এল.এ চেক বিতরণ করা হলো। পর্যায়ক্রমে দ্রæত সময়ের মধ্যে বাকিদের চেক প্রদান করা হবে।’
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category