• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন |

ডোমার নাট্য সমিতির আয়োজনে বিজয়ের ২য় দিনে মঞ্চায়িত হলো মঞ্চনাটক “মায়া”

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৮৫ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমার নাট্য সমিতির ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের মহান বিজয় দিবস উপলক্ষ্যে নাট্য সমিতির আয়োজনে ‘বিজয় সাংস্কৃতিক উৎসব এর ২য় দিনে মঞ্চায়িত হলো মঞ্চনাটক “মায়া”

বুধবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে বিজয় সাংস্কৃতিক উৎসবের ২য় দিনে ডোমার নাট্য সমিতি মঞ্চের আহবায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু।

ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সোহেল পারভেজ,জেলা কালচারাল অফিসার কেএম আরিফউজ্জামান, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী তাসমিন ফৌজিয়া ওপেল, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যাপক আসলাম হায়াত মিল্টন, সদস্য সচিব আবুল হাসনাত রাসেল প্রমুখ।

২য় দিনের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর বাংলা গান পরিবেশনের পাশাপাশি রংপুর পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় মঞ্চস্থ হয় তোসাদ্দেক হোসেন মায়া রচিত মঞ্চনাটক ‘মায়া’। নাটকটির নির্দেশনায়,মজনুর রহমান রাইটু ও দীপঙ্কর ভট্টাচার্য।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রংপুর পদাতিক নাট্য সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন সুমন, নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য বাসেরা বেগম দীপা,সঙ্গীতশিল্পী আমজাদ হোসেনসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category