আবেদ আলী : নীলফামারীর জলঢাকা পৌরশহরে একরাতে ৩টি দোকানের মালামাল চুরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে রংপুর সড়কের বাসষ্ট্যান্ড সংলগ্ন সোনালী ইলিক্ট্রনিক, শ্যামলী কাউন্টার ও মুজাহিদ ট্রেডার্সে এই চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে হতাশা সৃষ্টি হয়েছে।
সোনালী ইলেক্ট্রনিক দোকান মালিক রোস্তম আলী জানায়, প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলে দেখি ঘরের উপরে টিন কাটা এবং দোকানে মুল্যবান মালামালগুলো নেই। একইভাবে পাশের দুটি দোকানেও মুল্যবান মালামাল চুরি হয়েছে। সবমিলিয়ে ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি হয়। পরে সিসি ক্যামেরা দেখে চোরকে চিহ্নিত করা হয়েছে।
এ ব্যাপারে জলঢাকা থানায় অভিযোগ দেওয়া হয়। তবে সিসি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্ত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চোর পুলিশের কাছে রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। চুরি যাওয়া মালামাল উদ্ধার করে শহরে দোকান চুরি বন্ধে পুলিশের কাছে চোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী মহল।