প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি আব্দুল হাই মাসুম সহ আমাদের কিছু ব্যক্তির বিরুদ্ধে টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া ও ২০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। মূলত গত ১৮ ডিসেম্বর আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে রামগঞ্জ থেকে নীলফামারী যাওয়ার পথে টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা হয়। এ সময় আমরা তাকে বিদ্যালয়ে নিয়মিত না আসার ব্যাপারে জিজ্ঞেস করি। কিন্তু সে বিষয় তিনি আমাদের কিছু বলবেন না বলে জানান। এরপর আমরা ওই স্থান ত্যাগ করে নীলফামারী যাই। ঘটনার পরের দিন গত ১৯ ডিসেম্বর একাধিক মামলার আসামি প্রধান শিক্ষক মাসুদুর রহমান সংবাদকর্মীকে ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা সংবাদ প্রচার করে। চাঁদা দাবির বিষয়ে কোনো সত্যতা যাচাই না করে এবং আমাদের কোন বক্তব্য না নিয়েই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। আমরা এই মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।———আব্দুল হাই মাসুম