• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন |

নীলফামারীতে পৌর বিএনপির কর্মীসভা

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ১২৬ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

নীলফামারীতে বাংলাদশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (২০ ডিসম্বর) রাতে ৪ নং ওয়ার্ডের নোয়াখালি পাড়ায় কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক দলের উপদেষ্টা মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। এসময় কর্মীসভাটি  উদ্বাধন করে জেলা বিএনপির সহ সভাপতি আবু সাঈদ মিলন।কর্মী সভাটি সঞ্চালনা করেন যুব দলের সাংগঠনিক সম্পাদক রমিজ আলম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, তৃর্ণমুল নেতাকর্মীই হলো মুল দলের প্রাণ ও চালিকা শক্তি। তাই তৃণমুল কর্মী সমর্থকদের উজ্জিবিত করতে এই কর্মীসভার আয়াজন করা হয়েছে।

তিনি বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপির সকল কর্মকান্ড ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।

সভায় প্রধান অতিথি আরও বলেন, বিএনপির ঘাঁটি নোয়াখালি পাড়ার ৪নং ওয়ার্ডের মাটি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়, দেশ ছেড়ে পালিয়েছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে। আমরা তৃণমুল এই বার্তা ছড়িয়ে দিতে চাই। এজন্য কাজ করতে হবে প্রত্যককে নিজ নিজ অবস্থান থেকে।কর্মীসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী,  জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category