• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন |

ডোমারে তরুণদের উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৮৩ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সীমান্তবর্তী এলাকায়

জেঁকে বসা শীত এর পাশাপাশি কুয়াশার চাদরে ঢাকা পড়ায় উত্তরের এই শীতে মানবেতর জীবনযাপন করছেন অসহায়, দূঃস্থ, ভাসমান, ছিন্নমূল ও নিন্ম আয়ের মানুষেরা। বিভিন্ন রাস্তাঘাট কিংবা রেলস্টেশনের প্লাটফর্মে জুবুথুবু হয়ে রাত পার করছেন শীতার্তরা। অসহায় ও দুঃস্থ এসব মানুষদের কথা চিন্তা করে সমাজের কিছু তরুণ এবং ছাত্রনেতারা তাদের নিজ উদ্যোগে সেইসব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

রবিবার (২২শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শহরের রেলওয়ে স্টেশনে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে তরুণরা এবং ছাত্রনেতাদের যৌথ উদ্যোগে উষ্ণ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। তাদের এই জনকল্যাণ মূলক কাজের পাশাপাশি পরোপকারী মনোভাবকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসীরা।

শীতবস্ত্র বিতরণ সম্পর্কে ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ বলেন, তীব্র শীতে সবাই যখন গরম ও উষ্ণ কাপড়ে আচ্ছাদিত, তখন স্টেশনের প্লাটফর্ম কিংবা পথে ঘাটে এবং বিভিন্ন দোকানের সিড়িতে শুয়ে থাকা অসহায় দূঃস্থরা অর্থাভাবে গরম কাপর না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তখন আমরা কয়েকজন বন্ধুরা মিলে এইসব অসহায়,দুঃস্থ মানুষের কথা চিন্তা করে এলাকার পরিচিত ব্যক্তি,তরুণ ও প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতা নিয়ে শীত নিবারনের জন্য প্রায় শতাধিক কম্বল কিনে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছি।

অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় ছাত্রনেতা আসিফ ইসলাম, বাঁধন রহমান, সুজন ইসলাম ও নাঈম ইসলাম সহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিশেষে তারা অসহায় দূঃস্থ এবং শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য সমাজের বৃত্তবান ও ধনবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category