জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে কনকনে এই শীতে অসহায়দের মাঝে এগিয়ে এসেছেন সমাজ সেবক মোজাহারুল ইসলাম নামে এক যুবক। প্রতি বছরের ন্যায় এবারও কামারপুকুর ইউনিয়নের ২নং ওয়াডের বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় ব্যক্তিকে কম্বল বিতরণ করেন।
গতকাল সোমবার সকালে সরকার পাড়া তাঁর নিজ বাসভবনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় পাশে ছিলেন তাঁর বড় ভাই ব্যবসায়ী নাজমুল হুদা সরকার।
ওই গ্রামের মরহুম মনছুর আলীর ছেলে মোজাহারুল পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি সমাজে ও এলাকায় সমাজসেবক হিসাবে পরিচিতি পাচ্ছেন। এদিকে এই শীতে কম্বল পেয়ে অসহায়রা বেজায় খুশী। তারা এমন মহতী উদ্যোগকে স্বাগত ও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।