• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন |

চিলাহাটি পরিদর্শন কালে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৭৪ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। চিলাহাটি পরিদর্শন শেষে তিনি সেখানকার অসহায়, দূঃস্থ, এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

সোমবার সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান চিলাহাটিতে প্রবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সীমান্ত এলাকা, আশ্রয় প্রকল্প ও চিলাহাটি রেলস্টেশন পরিদর্শন করেন। চিলাহাটিতে ঢুকেই প্রথমে তিনি চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজ ও চিলাহাটি মার্চেন্টস্ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানায় চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আইয়ুব আলী ও প্রধান শিক্ষক জিল্লু।

এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। এসময় ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে গার্ড অব অনার দিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করে ভোগডাবুড়ী ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যগণ।
চিলাহাটি পরিদর্শন কালে জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুন ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান চিলাহাটি পরিদর্শন শেষে এলাকার সার্বিক বিষয় নিয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে বিস্তারিত আলোচনা করে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category