মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: উন্নয়ন বঞ্চিত উত্তরাঞ্চল থেকে সমস্ত বৈষম্য দুর করা হবে এবং বৃহৎ তিস্তা নদীর ন্যায্য পানির সুসম বন্ঠন নিয়ে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা সে সমস্যা স্থায়ীভাবে নিরশনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তিস্তা পারের সাধারণ মানুষদের মধ্যে গণশুনানির ব্যবস্থার মাধ্যমে মহা পরিকল্পনা গ্রহন করা হবে বলে উত্তরাঞ্চলের মানুষদের আগাম সুসংবাদের বার্তা জানান দিলেন অন্তঃবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পাঁচদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে গতকাল ২৫শে ডিসেম্বর বুধবার বিকালে জলঢাকা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরন ও জলঢাকা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিয়ন, রেদওয়ানুল আহমেদ। জলঢাকা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবীব রক্সির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি রংপুর মহানগর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জলঢাকা জামায়াতের আমীর মোখলেছুর রহমান, নীলফামারী জেলা সমন্বয়ক শাকিল আহমেদ, ডিমলা সমন্বয়ক রাশেদুজ্জামান রাশেদ, জলঢাকার সমন্বয়ক ইকবাল জিহাদ, নাহিদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নীলফামারী জেলা প্রশাসক কর্তৃক উন্নয়ন বঞ্চিত কিছু নথিপত্র আমার নিকট উপস্থাপন করা হয়েছে। এগুলো পর্যবক্ষন করে উন্নয়ন বঞ্চিত উত্তরাঞ্চলকে আধুনিক ও আমুল পরিবর্তন করার মহাপরিকল্পনা করেছে অন্তঃবর্তী সরকার মর্মে অভিমত ব্যক্ত করেন তিনি। দেশকে অন্যতম সংস্কারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে সরকার মর্মে মন্তব্য করে উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক চলমান যে প্রকল্প গুলো আছে। আমরা লক্ষ করেছি সে প্রকল্পগুলোতে কিছু নিদিষ্ট অঞ্চলের জন্য অতিমাত্রায় বেশি এবং কিছু এলাকায় – এলাকা ভিত্তিক বৈষম্যের স্বীকার হয়েছে। আমরা সেগুলো পূর্ণগঠন করছি এবং উন্নয়ন যেন সুসম বন্ঠনের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া যায়। সেই সঙ্গে যে সকল জায়গায় বৈষম্যের স্বীকার হয়েছে সেখানে বিশেষ পরিচর্যার সহিত উন্নয়ন করা হবে। এ সকল কাজ সুসম্পর্ণ হলে আগামীর বাংলাদেশ হবে জনবান্ধব ও পরিচ্ছন্ন।
অন্তঃবর্তী সরকার সে সব বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুস্থ দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে নীলফামারী সার্কিট হাউজের উদ্দেশ্য যাত্রা করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগমন উপলক্ষে জলঢাকার সর্বস্তরের মানুষ দলে দলে সমবেত হয় থানা মোড়স্থ জলঢাকা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এ সময় বিদ্যালয়ের বিস্তির্ণ মাঠ জুড়ে কানায় কানায় পরিপূর্ণ হয় উৎশুক জনতায়।