বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নীলফামারী জেলা শাখার কর্মীসভা ও কম্বল বিতরণ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।
এতে প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মল্লিক মোঃ মোকাম্মেল কবির ও সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ নুর আফরোজ বেগম জ্যোতি বলেন, আওয়ামীলীগ দেশটাকে শেষ করে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে।
নতুন করে এই দেশকে গড়তে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা দিয়েছেন কল্যাণের জন্য। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে গণতান্ত্রিক একটি রাষ্ট্র উপহার দেবেন তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নীলফামারী জেলা শাখার আহবায়ক মাহমুদুল হক প্রধানের সভাপতিত্বে কর্মীসভা পরিচালনা করেন সদস্য সচিব নুরুন্নবী দুলু।
এরআগে বর্নাঢ্য এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সমবায় দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।