• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন |
Headline :
পিকআপ ভ্যানের ধাক্কায় দেবীগঞ্জে নিহত -১ আহত-২ জলঢাকায় গাজায় ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত

জলঢাকায় ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ 

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: / ৪৩ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: নীলফামারী’র জলঢাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল ২৯শে জানুয়ারী সকাল ৭টায় পৌর শহরের মন্থেরডাঙ্গা ব্রিজ সংলগ্ন ডালিয়া রোড মহাসড়কে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ কারিমুল ইসলাম ( ২২ ) নামের একজনকে আটক করছে। মৃতরা হলেন, উপজেলা গোলমুন্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ভাবুনচুর গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে আব্দুস ছালাম (৬৫) ও পৌরশহরের কাজীরহাট গ্রামের হালিমুর রহমানের পুত্র রনি আহমেদ (৩৫)। আহতরা হলেন, মুক্তারুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৩৫) জমসের আলীর পুত্র রহমত উল্লাহ্ (৩৭) তয়েজ উদ্দীনের পুত্র আব্দুল গফফার, হাফিজুর ইসলামের ছেলে কাউসার জাহান প্রমুখ। এর মধ্যে রনি আহমেদকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তৎক্ষনাৎ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

সড়ক দুর্ঘটনা কালীন সময়ে থানা পুলিশ ঢাকা মেট্রো ট নং-২৪-৪৩২৭/- নাম্বারের একটি ট্রাকসহ একজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখেন। আটককৃত কারিমুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলা কালিহাতী থানার সলঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র বলে থানা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ যুগের আলোকে জানান, নিহতদের পরিবার থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category