আবেদ আলী:”এসো দেশ বদলাই, পৃথীবি বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় তিনি বলেন,
মাদকের ভয়াল ছোবল যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই যুব সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে আসার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রাহমান, জামায়াতের জেলা মিডিয়া ও প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজেদুল ইসরাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, গোলাম মোস্তফা মানিক, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য আফিজার রহমান ও আলমগীর হোসেন প্রমুখ। প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় পৌরসভা বনাম গোলমুন্ডা ইউনিয়ন অংশগ্রহণ করে।