• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন |
Headline :
ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাবের প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন জলঢাকায় ইসরাঈলী হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত জলঢাকায় আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চিলাহাটিতে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি ৮ম কাব ক্যাম্পুরী ডোমারে সফলভাবে বাস্তবায়নের লক্ষে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর জোড়াবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ জলঢাকায় আলোকিত পরিবার ও সমাজ গঠনের লক্ষে তাক্ওয়া কনফারেন্স অনুষ্ঠিত

নীলফামারীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের দাবিতে মার্চ কর্মসূচি

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ১৮৯ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের ও সাজা নিশ্চিত করার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তৃতা দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ প্রমূখ। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাজু পারভেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে শিক্ষাঙ্গনে আতঙ্ক তৈরি হয়েছিল। এসব কর্মকান্ডের সুষ্ঠু বিচার এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে এমন ঘটনা আর না ঘটে।
এসময় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রইসুল ইসলাম রানা সহ আরও অনেক উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূইয়াকে স্বারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।
#


More News Of This Category