• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:০০ অপরাহ্ন |
Headline :
ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাবের প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন জলঢাকায় ইসরাঈলী হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত জলঢাকায় আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চিলাহাটিতে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি ৮ম কাব ক্যাম্পুরী ডোমারে সফলভাবে বাস্তবায়নের লক্ষে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর জোড়াবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ জলঢাকায় আলোকিত পরিবার ও সমাজ গঠনের লক্ষে তাক্ওয়া কনফারেন্স অনুষ্ঠিত

জলঢাকায় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ

আবেদ আলী / ১৯৪ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

আবেদ আলীঃ “এসো দেশ বদলাই, পৃথীবি বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় তিনি বলেন, মাদকের ভয়াল ছোবল যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই যুব সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে আসার আহবান জানান।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে এ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জামায়াতের জেলা মিডিয়া ও প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মানিক, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য আসিফ ইকবাল সাজু, আফিজার রহমান ও আলমগীর হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল দুটির মধ্যে পৌরসভা দলকে পরাজিত করে খুটামারা দল বিজয়ী হয়।


More News Of This Category