• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন |
Headline :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের দেশে আগমনে উচ্ছ্বসিত নীলফামারীবাসী জলঢাকায় জামায়াতের জনসভায় দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই জানালেন – ডা.শফিকুর রহমান নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি প্রদান নবগঠিত নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা আওয়ামিলীগ সরকার দেশকে সোনার বাংলা করতে গিয়ে শ্মশান বাংলায় পরিনত করেছে : ডা. শফিকুর রহমান চীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না জনগন: ডা. শফিকুর রহমান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নীলফামারীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ১২১ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ১৯২৫ জন মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

নীলফামারী বড় মাঠে আয়োজিত এ ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জামায়াত নেতা ওবায়দুল্লাহ সালাফি।

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর, শহর শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সেক্রেটারি মো. মাজেদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

ক্যাম্পের শুরু থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে ভিড় করেন। ডায়াবেটিস, রক্তচাপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন রোগের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা আনিসুর রহমান (৫০) বলেন, “ফ্রি সেবা পেয়ে উপকৃত হয়েছি। ডাক্তারদের পরামর্শও ভালো লেগেছে। ছাত্রশিবিরের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী রাইসা আক্তার বলেন, “ফ্রি ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা করাতে পেরে উপকৃত হয়েছি। ডায়াবেটিস পরীক্ষা ও অন্যান্য সেবা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।” আরেক সেবাগ্রহণকারী নাজমা বেগম বলেন, “বাইরে চিকিৎসা নিতে গেলে খরচ অনেক বেশি হয়। এখানে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব খুশি হয়েছি। ডাক্তারদের পরামর্শও অনেক ভালো।”

ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, “মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”


More News Of This Category