আবেদ আলী: নীলফামারীর জলঢাকায় ব্র্যাকের উদ্যোগে নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কনফারেন্স রুমে এই কর্মশালায় ক্ষুদ্র ঋণ এবং ব্যাংকিং সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় ব্র্যাক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৪০ জন উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাগন অংশ নেন। ব্যাংক ও এনজিও কর্মকর্তারা তাদের প্রোডাক্ট ও সেবাসমূহ উপস্থাপন করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি ব্র্যাকের নীলফামারী জেলা সমন্বয়ক আকতারুল ইসলাম বলেন, উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে যদি ঋণের অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলেই কিন্তু তাদের ব্যবসাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারবেন। তবে ঋণের অর্থের অপব্যবহার হলে তা উদ্যোক্তাদের জন্য বিপদ ডেকে আনবে।
ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আরিফুর রহমানের সঞ্চালনায় এসময় কর্মশালায় বক্তব্য রাখেন, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক দাবী রফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) নরহরি রায়, জলঢাকা উপজেলা ব্যবস্থাপক (হিসাব) কৃষ্ণ চন্দ্র রায়, এ্যাসোসিয়েট অফিসার বিথীকা রানী ও কিশোরগঞ্জের এ্যাসোসিয়েট অফিসার আব্দুল মালেক প্রমুখ। কর্মশালায় বিভিন্ন এনজিও সংস্থার প্রধান সহ নতুন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।