• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন |
Headline :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের দেশে আগমনে উচ্ছ্বসিত নীলফামারীবাসী জলঢাকায় জামায়াতের জনসভায় দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই জানালেন – ডা.শফিকুর রহমান নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি প্রদান নবগঠিত নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা আওয়ামিলীগ সরকার দেশকে সোনার বাংলা করতে গিয়ে শ্মশান বাংলায় পরিনত করেছে : ডা. শফিকুর রহমান চীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না জনগন: ডা. শফিকুর রহমান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অবশেষে নীলফামারীতে শিশুদের জন্য উন্মুক্ত হলো নীলাম্বরী শিশুপার্ক

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ২৯১ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

নীলফামারী শহরবাসীর বহুদিনের প্রত্যাশা শিশুদের চিত্তবিনোদনের জন্য অবশেষে উন্মুক্ত হলো নীলাম্বরী শিশুপার্ক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তা উদ্বোধনের মাধ্যমে শিশুদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। শহরের শহীদ মিনার প্রাঙ্গণের পাশে নীলাম্বরী নামাঙ্কিত শিশুপার্কটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু, পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর প্রমুখ।

পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বলেন, ‘এখানে দায়িত্ব নেওয়ার পর অনেকে শিশুপার্ক স্থাপনের দাবি জানান। এতে জেলা প্রশাসক স্যার, সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে শিশুপার্ক স্থাপনে অবদান রেখেছেন। নীলফামারীর নামানুসারে নীলাম্বরী নাম করণ করা শিশুপার্কের। এর মাধ্যমে শিশুদের চিত্তবিনোদনের অভাব পূরণ হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘শিশুদের বিনোদনের অনেক অভাব রয়েছে। বিগত দিনে শিশুদের জন্য কিছু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের কথা বিবেচনা করে শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়। শিশুদের জন্য পার্কটি উন্মুক্ত করে দিতে পেরে আমরাও আনন্দিত।’
পার্কটিতে প্রবেশ মূল্য ৩০টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা‌ যায়।


More News Of This Category