নীলফামারীতে জনগনের অধিকার আদায়ের বিএনপির জনসমাবেশ আয়োজন উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অর্থনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও গণতান্ত্রিক ঘাটতির উত্তরণের জন্য, নির্বাচনী রোডম্যাপের ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, ২৫ তারিখের জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই।
জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন, জনগণের অধিকার আদায়ের এই সমাবেশ নিয়ে সাধারণ মানুষও আনন্দিত, তাই প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশের মাধ্যমে জনগণের ন্যায্য দাবির পক্ষে আওয়াজ তুলবে এবং সরকারকে জানিয়ে দেবে যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা আশা করি, এই জনসমাবেশ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।