• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম-দূর্নীতি আ.লীগের দোসর আরএমও শামসুদ্দোহার ডোমারে ইউএনও শায়লার যোগদান এবং নাজমুলের বিদায় সংবর্ধনা ধরনিগঞ্জে রাস্তায় খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল দিলীপের নীলফামারীতে সুপ্রীম সীডের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত চীনের উপহারের হাসপাতালের জন্য নীলফামারীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন যুগ্ম-সচিব উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নের্তৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ তারেক রহমানের খালাতো ভাইয়ের মুক্তির দাবিতে উত্তাল নীলফামারী জেলা বিএনপি জলঢাকায় ২১টি হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখ টাকা ছাড়াল নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ডেস্ক রির্পোট / ১১২ Time View
Update : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান। তবে এই ঘোষণাকে ঘিরে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে।

বিকেল ৩টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে উপস্থিত হন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনের সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং সিনিয়র সদস্যসচিব হিসেবে রিফাত রশীদ দায়িত্ব পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদেরকে এবং সদস্যসচিব হয়েছেন মহির আলম। এছাড়া মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

সংবাদ সম্মেলনের আগে থেকেই নতুন কমিটিতে কারা থাকবেন, তা নিয়ে বিতর্ক চলছিল। বিকেল ৪টার পরে নতুন কমিটির ঘোষণা আসার পর কিছু শিক্ষার্থী এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্লোগান দেন। তাঁরা দাবি করেন, নির্দিষ্ট কয়েকজন নেতাকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা বৈষম্যমূলক। এসময় ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- এমন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে।


More News Of This Category